কালাগ্নি রুদ্র
মে দিবস আসছে, অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রতি বছর 1 মে, বিশ্বের প্রতিটি কোণে কয়েক হাজার থেকে লক্ষ লক্ষ শ্রমিকের মিছিল রাস্তায় নেমে আসে। সম্মেলন, সমাবেশ, বিক্ষোভ ইত্যাদির আয়োজন করা হয়। সেই সব শ্রমিক শহীদদের স্মরণ করা হয় যারা মুনাফাখোর পুঁজিপতি শ্রেণীর হাতে শ্রমিকদের বর্বর শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, পুঁজিবাদী দাসত্বের বিরুদ্ধে সংগ্রামে শ্রমিকদের জাগিয়েছিলেন, আট ঘণ্টা কর্মদিবস আইনত কার্যকর করার জন্য ব্যাপক সংগ্রাম চালিয়েছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন। এক কথায় এটি পুঁজিবাদী দাসত্বের বিরুদ্ধে শ্রমিকদের দ্বারা পরিচালিত ঐতিহাসিক, বিশাল এবং আপসহীন সংগ্রাম কে স্মরণ করার দিন। শিল্প, কৃষি, নির্মাণ, খনি, বিদ্যুৎ, পরিবহন, শিক্ষা ইত্যাদি অর্থনীতির যে কোনো খাতে কাজ করুক, কায়িক শ্রম করুক বা মানসিক শ্রম করুক এটা প্রত্যেকটি শ্রমিকের দিন। এই দিনটি বিশ্বের শ্রমিকদের জন্য তাদের অভিন্ন স্বার্থ চিহ্নিত করার, দেশ, জাতীয়তা, ধর্ম, বর্ণ, ভাষা, এই সব পার্থক্য উপেক্ষা করে শ্রমিক শ্রেণী হিসাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। পুঁজিবাদী শ্রেণী দ্বারা প্রতি পদে শ্রমিক ও মেহনতি মানুষের শোষণের বিরুদ্ধে লড়াই করার এবং মানুষের দ্বারা মানুষের সকল প্রকার শোষণের অবসানের আহ্বান জানানোর দিন। শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের মহান গৌরবময় ইতিহাস রয়েছে শ্রমিকশ্রেণীর। পুঁজিবাদী শাসকরা এই ইতিহাসকে ভয় পায়, তাই তারা সর্বদা শ্রমিকদের কাছ থেকে এটি আড়াল করার চেষ্টা করে আসছে। পুঁজিবাদী ব্যবস্থায় প্রথম থেকেই শ্রমিকরা ভয়াবহ শোষণের শিকার। 19 শতকে কাজের সময়সীমার কোন সীমা ছিল না। এমন এক সময়ে আমেরিকার শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদেরকে আট ঘণ্টা কর্মদিবসের জন্য সংগঠিত করেছিল। 1886 সালের 1 মে দিনে আট ঘণ্টা কাজের দাবিতে অনেক শহরে বড় ধরনের ধর্মঘট হয়। 'আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম, আট ঘণ্টা বিনোদন!' স্লোগান ওঠে। শিকাগো শহরে সব কারখানা বন্ধ হয়ে যায়। আন্দোলন দমন করতে পুলিশ শ্রমিকদের রক্তের হোলি খেলেছে। রক্তে লাল হয়ে যায় শ্রমিকদের সাদা পতাকা। 3 মে, শিকাগোর হে মার্কেটে একটি শ্রমিক সভায় পুলিশ এজেন্টরা একটি বোমা নিক্ষেপ করে। এর জন্য আট শ্রমিক নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়। অ্যালবার্ট পার্সনস, অগাস্ট স্পাইস, জর্জ এঙ্গেল, অ্যাডলফ ফিশার, স্যামুয়েল ফিল্ডেন, মাইকেল শোয়াব, লুই লিংগ এবং অস্কার নিবের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়। আদালত সাত শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড ও একজনকে পনের বছরের কারাদণ্ড দেন। পার্সন, ফিশার, স্পাইস এবং অ্যাঞ্জেলকে ফাঁসি দেওয়া হয়েছিল। লুই লিংগকে কারাগারের কাল্কুঠুরীতেই শহীদ হয়ে যেতে হয়। পরে জনতার চাপে পুলিশের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেলে কারাগারে থাকা বাকি তিন শ্রমিক নেতাকে মুক্তি দিতে হয়। পুঁজিবাদীরা ভেবেছিল, শ্রমিকদের রক্ত ঝরিয়ে শ্রমিকদের কণ্ঠস্বরকে দমন করবে, শ্রমিক নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে জেলে ঢোকবে, কিন্তু তাদের সে পরিকল্পনা পূরণ হতে পারেনি। ছয় লাখেরও বেশি শ্রমিক ও সাধারণ মানুষ শহীদদের শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিল। 'ফার্স্ট ইন্টারন্যাশনাল', বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকদের একটি বিপ্লবী সংগঠন, 1890 সাল থেকে প্রতি বছর 1 মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। সেই থেকে প্রতি বছর পহেলা মে সারা বিশ্বের শ্রমিকরা বিপ্লবের লাল পতাকা হাতে মে দিবসের শহীদদের স্মরণ করে আরও সংগ্রামের প্রেরণা গ্রহণ করে। বিশ্বের শ্রমিকদের সংগ্রামের চাপে পুঁজিবাদী সরকারগুলোকে দৈনিক আট ঘণ্টা কাজের আইন করতে হয়েছে। অনেক দেশে শ্রমিকরা তাদের শাসন প্রতিষ্ঠা করে। ভারতে, ব্রিটিশ দাসত্বের সময়, 1862 সালে, প্রথমবার হাওড়ার রেলকর্মীরা আট ঘন্টা কর্মদিবসের দাবি করেছিলেন।বোম্বের টেক্সটাইল শ্রমিকরা কর্মঘণ্টা কমানোর জন্য প্রবল ধর্মঘটের মাধ্যমে 1902-03 সালে ব্রিটিশ ও ভারতীয় পুঁজিপতিদের সাথে প্রচণ্ড লড়াই করেছিল। আন্দোলনের জোরে ভারতেও আট ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি, ইউনিয়ন গঠন ছাড়াও বিভিন্ন সেক্টরের শ্রমিকদের সাংবিধানিক শ্রম অধিকার দেওয়া হয়েছে।বর্তমানে সারা বিশ্বে শ্রমিক ও মেহনতি মানুষের পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শোষণ অত্যন্ত প্রখর হয়ে উঠেছে। শ্রমিক ঐক্যের অভাবে সংগ্রামের ত্যাগের মাধ্যমে অর্জিত অধিকার একের পর এক ছিনিয়ে নিয়েছে শাসকরা। ভারতের শ্রম আইন ইতিমধ্যেই শ্রমিকদের জন্য কম শ্রম অধিকার নিশ্চিত করেছে এবং সেগুলি প্রয়োগ করা হয় না। বর্তমানে বেশিরভাগ শ্রমিককে খুব কম মজুরিতে ১২-১২ ঘণ্টা কাজ করতে হয়। ন্যূনতম মজুরি, পুরুষ শ্রমিকদের সমান বেতন, কাজের নিরাপত্তা, দুর্ঘটনা থেকে সুরক্ষার ব্যবস্থা, বোনাস, ইএসআই, ইপিএফ, নির্দিষ্ট উপস্থিতি ইত্যাদির মতো সমস্ত আইনি শ্রম অধিকার থেকে অধিকাংশ শ্রমিক বঞ্চিত।সব দলের সরকার শ্রমিক ও অন্যান্য মেহনতি মানুষের নির্মম শোষণের জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদী সংগঠন R.S.S. বিজেপির রাজনৈতিক শাখা ক্ষমতায় আসার পর শোষণ বহুগুণ বেড়েছে। দীর্ঘ ত্যাগী সংগ্রামের মাধ্যমে প্রাপ্ত আইনি শ্রম অধিকারের উপর একটি বড় ধাক্কা তৈরি করে, মোদী সরকার কয়েক ডজন পুরানো শ্রম আইনকে চারটি নতুন শ্রম আইন দিয়ে প্রতিস্থাপন করেছে।এই নতুন শ্রম আইন কার্যকর হলে শ্রমিকদের আগের চেয়ে বেশি পুঁজিবাদীদের দাসত্ব সইতে হবে। দেশি-বিদেশি পুঁজিপতিদের অনুকূলে বিশ্বায়ন-বেসরকারিকরণ-উদারীকরণের নীতি বাস্তবায়নের ফলে শ্রমিক ও অন্যান্য মেহনতি মানুষের কাছ থেকে খাদ্য, ওষুধ, চিকিৎসা, শিক্ষা, পরিবহন ইত্যাদির প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা কেড়ে নেওয়া হয়েছে। মুদ্রাস্ফীতি ক্রমাগত বাড়ছে। যখন জনগণের সংগ্রামকে দমন করার জন্য দমন-পীড়ন ব্যবস্থাকে কঠোর থেকে কঠোরতর করা হচ্ছে, সেখানে ধর্ম ও বর্ণের ভিত্তিতে মানুষকে বিভক্ত ও দমন করার প্রক্রিয়াও দিন দিন বেড়েই চলেছে। ইতিহাস ও বর্তমানের শ্রমিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে, পুঁজিবাদী শ্রেণীর রাজনৈতিক দল বা তার বর্ণময় অন্যান্য সংগঠনে বিশ্বাস করার জন্য শ্রমিক-মেহনতি জনগণকে সর্বদাই চড়া মূল্য দিতে হয়। দ্বিতীয়ত, ধর্ম-বর্ণ-জাতীয়তা ইত্যাদির নামে বিদ্বেষ সর্বদাই শ্রমিক ও মেহনতি জনগণের ক্ষতি করে।ঐক্যবদ্ধ শক্তির ভিত্তিতেই জনগণ তাদের অধিকার পেতে পারে। আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিপ্লবী ইতিহাসও আমাদের একই শিক্ষা দেয়।