আগুনের কারবারিরা আমাকে কাবেজে রাখবে বলে যে আগুনকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখে তা একদিন ওদের নিজের ঘরেই দামাল হয়ে উঠবে । আমি জ্বলেছি আজও জ্বলছি আমার সাথীরা জ্বলছে সে আগুনে যদিও কথা ছিলো আগুন জ্বলবে আমাদের উনানে ক্ষুদা নিবৃত্তির রুটি সেঁকা হবে তাতে । এ আগুন থাকবে আমাদের মুঠোর মধ্যে বন্দি হয়ে দেশলাই বাক্সের ছোট্টো কাঠির…