আগুনের কারবারিরা
আমাকে কাবেজে রাখবে বলে
যে আগুনকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখে
তা একদিন ওদের নিজের ঘরেই
দামাল হয়ে উঠবে ।
আমি জ্বলেছি আজও জ্বলছি
আমার সাথীরা জ্বলছে সে আগুনে
যদিও কথা ছিলো আগুন
জ্বলবে আমাদের উনানে
ক্ষুদা নিবৃত্তির রুটি সেঁকা হবে তাতে ।
এ আগুন থাকবে আমাদের
মুঠোর মধ্যে বন্দি হয়ে
দেশলাই বাক্সের ছোট্টো কাঠির বারুদে
অন্ধকারের বুকে আলো দিতে
বন্ধুত্বের দেহে ওম দিতে ।
কিন্তু আগুন পোড়ালো
বাজার জনপদ-ক্ষেত-খামর
ধর্মগ্রন্থ -দেবালয়ে ওরা
লাগিয়ে দিল ওই সর্বনাশা আগুন
ওরা যে আগুনের ফেরিওলা
মিলি মুখার্জী