বুকের ভিতর লুকানো আছে
স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে হৃদয়
ঝড়ের থেকে আগলে রাখা
আর এক ঝড়ের আগুন
অত্যাচারী শত্রুর নি:শ্বাসে
কতকাল আর বাস্তুহারা হয়ে
উদ্বাস্তু জীবন কাটাবে মানুষ
সমাজ থেকে সমাজে তাঁবু ফেলে
এতো প্রতিকূলতায় মানুষ
কি করে চুপ থাকে সব সয়ে !
মানবিকতার ভ্রষ্ট লগ্নে
বিজয়ী হয় সভ্যতার অশ্লীল স্লোগান
কতোদিন আর বিনিত বিদ্রোহে
অত্যাচারির শেষ দেখা যায়
এই প্রণয় বিহীন শতাব্দীটা
মুছে যাক আজ জীবন থেকে
ভেতরে এক তৃতীয় চোখ
সব কিছু সে সঠিক ভাবে দেখে
প্রতিবাদী লেখনী নিয়ে রুখে
দাড়ানোর প্রয়াস কেবলি ।
মিলি