Skip to content

Manusher Kotha

We work for people

Menu
  • Sample Page
Menu

জু লিঝি: একজন চীনা শ্রমিক কবি যিনি পুঁজিবাদী মুনাফার শিকার হয়েছিলেন-

Posted on December 12, 2022December 12, 2022 by Manusherkotha2022

৩০সেপ্টেম্বর ২০১৪ তে ৪০% ইলেকট্রনিক পণ্য উত্পাদনকারি ফক্সকনে কোম্পানির একজন কর্মী, 24 বছর বয়সী জু লিঝি আত্মহত্যা করেছিল।

মৃত্যুর পর প্রকাশিত তার কবিতাগুলো তার মৃত্যুর কারণ জানায়। যেটা ছিল- কারখানায় অপরিসীম শোষণ, মানুষকে বিচ্ছিন্ন করে যন্ত্রে রূপান্তর করা।

জু লিঝির ৫টি কবিতা

আমি লোহার মতো শক্ত মেশিনের পাশে দাঁড়িয়ে থাকি

আমি লোহার মত শক্ত

মেশিনের কাছে

দাঁড়িয়ে থাকি

আমার হাত দুটো

বাতাসে উড়ে

কত দিন রাত

আমি শুধু সেখানে দাঁড়িয়ে থাকি

ঘুমের সাথে লড়াই করে।।

আমি লোহার চাঁদ গিলেছি

আমি লোহার চাঁদ গিলেছি

তারা এটাকে পেরেক বলে

আমি এই শিল্প বর্জ্য ও

বেকারত্বের নথিগুলোকে

গিলে ফেলেছি,

মেশিনে আবদ্ধ তরুণ জীবন

সময়ের আগেই দম

ছেড়ে দেয়

আমি ভিড়, কোলাহল এবং

অসহায়ত্বকে গিলেছি

আমি গিলে ফেলেছি

পায়ে হাঁটা সেতু

মরচে ধরা জীবন

এখন আর গিলতে পারছিনা

যা আমি গিলেছি

তা আমার গলার থেকে বেরিয়ে এসে

আমার পূর্বপুরুষদের ধরিত্রিতে ছড়াচ্ছে

এক অপমানজনক

কবিতা হিসেবে।।

একটি স্ক্রু মাটিতে পড়ে

একটি স্ক্রু মাটিতে পড়ে

অতিরিক্ত সময়ের এই রাতে

সোজা মাটিতে,

আলো বিচ্ছুরীত হয়

এটা কারো দৃষ্টি আকর্ষণ করবে না

ঠিক গতবারের মত

যখন এমনই এক রাতে

একজন মানুষ পড়ে গিয়েছিল

মাটিতে।

আমি আর একবার সমুদ্র দেখতে চাই

আমি আর একবার

সমুদ্র দেখতে চাই

বিগত অর্ধেক জীবনের

অশ্রুদের ঝরে পড়াকে

পরীক্ষা করতে চাই।

আমি অন্য একটি পাহাড়ে

চড়তে চাই

হারিয়ে যাওয়া আত্মাকে

ফিরে পেতে চাই

আমি আকাশ কে স্পর্শ করে

তার ফ্যাকাশে নীল কে

অনুভব করতে চাই

কিন্তু এসব

কিছুই করতে

পারিনা আমি

তাই আমি এই পৃথিবী ছেড়ে

চলে যাচ্ছি

যেকোনো ব্যক্তি

যে আমার সম্পর্কে শুনেছে

আমি চলে যাওয়ার পর তার

অবাক হওয়া

উচিত নয়

দুঃখ করা উচিত নয়

আমি ভালো ছিলাম

যখন এসেছিলাম

এবং যাওয়ার সময়ও

ভালো আছি

মেশিনও ঘুমাচ্ছে

মেশিনও ঘুমাচ্ছে
সিল করা কারখানায় রোগগ্রস্ত লোহা
ভরা আছে
পর্দার আড়ালে লুকানো আছে বেতন

ঠিক সেই রকম
যেমন করে একজন যুবক শ্রমিক
তার প্রেমকে হৃদয়ে
কবর দেয়
প্রকাশের সময়ের অভাবে
অনুভূতি ধূলায় পরিণত হয়
যেমন করে

তার পেট লোহা দিয়ে তৈরি
সালফিউরিক, নাইট্রিক অ্যাসিডের মতো
গাড় অ্যাসিড দিয়ে ভরা
তার চোখের জল পড়ার সুযোগ পায়না
তার আগেই তাকে
গ্রাস করে শিল্প

সময় বয়ে যায়
কুয়াশায় ভরে যায় তার মাথা
তার বয়স খেয়ে নেয়
উৎপাদন
ব্যাথারা ওভারটাইম খাটে
দিনরাত
সময়ের আগেই একটি ছাঁচ
তার শরীর থেকে চামড়াটা আলাদা
করে দেয়
এবং অ্যালুমিনিয়ামের একটি পরত
চাপিয়ে দেয়

এতকিছুর পরেও
কিছু বেঁচে যায়
আর বাকি সব রোগের কবলে চলে যায়
আমি এসবের মাঝখানে
পাহাড়া দিই
আমার যৌবনের কবরস্থানে।

1 thought on “জু লিঝি: একজন চীনা শ্রমিক কবি যিনি পুঁজিবাদী মুনাফার শিকার হয়েছিলেন-”

  1. Rabi Roy says:
    December 13, 2022 at 9:18 am

    অনুবাদকের নাম?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ভোঁতা পাথর থেকে কোয়ান্টাম কম্পিউটিং, মস্তিষ্ক দখলের যাত্রাপথে হাতিয়ারের ভূমিকা
  • তালিবান ও নারী
  • কবিতার ভ্রূন
  • কমফোর্ট ওমেন এবং সাম্রাজ্যবাদী আমেরিকা
  • জু লিঝি: একজন চীনা শ্রমিক কবি যিনি পুঁজিবাদী মুনাফার শিকার হয়েছিলেন-

Recent Comments

  1. Rabi Roy on জু লিঝি: একজন চীনা শ্রমিক কবি যিনি পুঁজিবাদী মুনাফার শিকার হয়েছিলেন-
  2. Manusherkotha2022 on পিতৃতন্ত্রে পুরুষ মানুষ হত
  3. Manusherkotha2022 on পিতৃতন্ত্রে পুরুষ মানুষ হত
  4. Anup Chakrabarty on রবিশ কুমারদের সরিয়ে দিয়ে কি মানুষের কন্ঠরোধ করা যায় ?
  5. সুব্রত মজুমদার on পিতৃতন্ত্রে পুরুষ মানুষ হত

Archives

  • January 2023
  • December 2022
  • October 2022
  • September 2022
  • July 2022
  • May 2022
  • February 2022

Categories

  • golpo
  • Photography
  • Uncategorized
  • কবিতা
  • প্রবন্ধ
© 2023 Manusher Kotha | Powered by Minimalist Blog WordPress Theme